চেকের মামলা নিষ্পত্তি শুধু যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১৯:৩১
চেক সংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি শুধু যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে শুধু সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ আদালতে আপিল আবেদন করা যাবে। একই সঙ্গে যেসব মামলা জেলা ও দায়রা জজ আদালত এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন তা ১৫ দিনের মধ্যে যুগ্ম জেলা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের সব জেলা ও দায়রা (অধস্তন) আদালতকে অবহিত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ বিষয়ে নির্দেশনাও জারি করতে বলা হয়েছে রায়ে। রায় পাওয়ার ১৫ দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়নের নির্দেশনা জারি করতে হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আদালত
- মামলা দায়ের
- চেক