টাঙ্গাইলের ঘাটাইলে কোদাল দিয়ে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় ছেলে হাসমত আলীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার পাহাড়িয়া এলাকার হেংগারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছোমেদ আলী একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মাদক সেবনের কারণে সম্প্রতি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে হাসমত। মাদক সেবনের টাকা না পেলে প্রায়ই বাবা-মাকে মারধর করতো সে। এ কারণে তাকে ঘরের বারান্দার একটি কক্ষে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। শনিবার রাত আনুমানিক ৮টার দিকে শিকল বাঁধা খুঁটি তুলে ফেলে হাসমত। শিকলমুক্ত হয়েই কিছু বুঝে ওঠার আগেই ঘরে ঢুকে তার বাবা ছোমেদ আলীকে লাঠিপেটা করতে থাকে। একপর্যায়ে ঘরে থাকা কোদাল দিয়ে কুপিয়ে তার বাবার ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় বাধা দিলে মাকেও পিটিয়ে আহত করে সে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাসমতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেন প্রতিবেশীরা। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.