বেনাপোল কাস্টমসে হয়রানির প্রতিবাদে শুল্কায়ন-পরীক্ষণ কার্যক্রম বন্ধ

সময় টিভি বেনাপোল, যশোর প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১৭:৪৪

আমদানি পণ্য ছাড়করণের ক্ষেত্রে নানাবিধ অনিয়ম ও হয়রানির প্রতিবাদে কাস্টমস হাউসের ৩ ও ৪ নম্বর গ্রুপে শুল্কায়ন ও পরীক্ষণ কার্যক্রম বন্ধ করে দিয়েছেন সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা। শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় যেমন পণ্য খালাস প্রক্রিয়া বিলম্ব হচ্ছে তেমনি রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছেন সরকার। রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে কর্মবিরতি ডেকে শুল্কায়ন ও পরীক্ষণ বন্ধ করে দেন পণ্য ছাড়করণের সঙ্গে জড়িত সিঅ্যান্ডএফ মালিক ও স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা।


বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামাল হোসেন জানান, পণ্য খালাসের ক্ষেত্রে কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে কাস্টমস কর্মকর্তারা দীর্ঘদিন ধরে হয়রানি ও অনিয়ম করে আসছে। এতে যেমন ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লোকশান গুনছেন তেমনি দ্রুত পণ্য খালাস প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। বারবার এ অভিযোগ দিয়েও সমাধান আসেনি। অবশেষে প্রতিবাদ জানিয়ে শুল্কায়ন ও পরীক্ষণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও