You have reached your daily news limit

Please log in to continue


‘বেটি বাঁচাও’ নয়, ‘অপরাধী বাঁচাও’ চলছে উত্তরপ্রদেশে, কটাক্ষ রাহুল-প্রিয়ঙ্কার

মোদী সরকার শুরু করেছিল ‘বেটি বাঁচাও’ দিয়ে। কিন্তু এখন সেই স্লোগান হয়ে উঠেছে ‘অপরাধী বাঁচাও’। এই ভাষাতেই উত্তরপ্রদেশ সরকার তথা বিজেপিকে কটাক্ষে বিঁধলেন রাহুল গাঁধী। সরাসরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও। একই স্লোগান উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কার মুখেও। শুক্রবার গভীর রাতে সাঙ্গোপাঙ্গ নিয়ে লখিমপুরের মহম্মদী থানায় ঢুকে এক অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক লোকেন্দ্র বাহাদুরের বিরুদ্ধে। এক মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, বিজেপি বিধায়ক থানায় ঢুকে রীতিমতো হাঙ্গামা করলেও পুলিশ কার্যত কোনও বাধাই দেয়নি। এই ঘটনা ঘিরে লখিমপুর-সহ গোটা উত্তরপ্রদেশ জুড়েই ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন