চুরি করে নিজের নাম ঠিকানা রেখে যায় এমন কথা শুনেছেন কখনো! এমন ঘটনাই ঘটেছে যুক্তরাজ্যের সান্ডারল্যান্ডে।
গত ৬ মার্চ ম্যালকম পাইক নামের এই ৪৩ বছর বয়সী চোর সান্ডারল্যান্ডের পূর্ব হেরিংটনের একটি গ্যারেজে ভেঙে ১৫০ পাউন্ড সহ গাড়ি পরিষ্কার করার কিছু সরঞ্জাম চুরি করে। চুরি শেষে ফেরার পথে দুর্ঘটনাক্রমে সে তার ব্যক্তিগত ব্যাগটি ফেলে যায়। যার মধ্যে তার নাম,ঠিকানা ও ব্যাক্তিগিত চিঠি ছিল।
তার এই ফেলে রাখা ব্যাগের নাম ঠিকানা ধরেই পুলিশ খুব দ্রুত তাকে খুজে বের করে। চুরি করা সরঞ্জামগুলি তার বাসার খোলা জায়গায় থেকে উদ্ধার করে পুলিশ।
গোয়েন্দা বিভাগের সার্জেন্ট ক্রিস রেপার স্মিথ বলেন: "ম্যালকম পাইক হল এক চঞ্চল প্রকৃতির চোর। যিনি এর আগেও বেশ কয়েক জায়গায় চুরি করেছেন কিন্তু "দুর্ভাগ্যক্রমে, তাঁর সর্বশেষ অপরাধটি মোটামুটি অসম্পূর্ণ রেখেছিলেন। তার ব্যক্তিগত ব্যাগ থেকে পুলিশ তার ঠিকানা পেয়ে তাকে আটক করে। যা আমাদের তদন্ত কাজকে আরো সহজ করেছে। "।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.