![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Fbsf-1_3_0.jpg%3Fitok%3DeS08CIxK)
চুয়াডাঙ্গায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উমেদুল হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ঠাকুরপুর সীমান্তে ৮ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, বিএসএফ’র গুলিতে ঘটনাস্থলেই উমেদুল নিহত হন।