You have reached your daily news limit

Please log in to continue


মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তে দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক

মালয়েশিয়ার শ্রমবাজার চালু এবং বিদ্যমান শ্রমিকদের সমস্যা সমাধানে দু’দেশের মন্ত্রী পর্যায়ে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনলাইনে দুই মন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট সচিবসহ কর্মকর্তারা অংশ নেন এতে। কুয়ালালামপুর থেকে যোগ দেন দেশটিতে বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়া থেকে দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় বাংলাদেশের জন্য উন্মুক্তকরণ, সমঝোতা স্মারক স্বাক্ষর, কর্মী নিয়োগের ক্ষেত্রে অনলাইন সিস্টেম চালু করা, কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্টের সম্পৃক্ততা, পরবর্তী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভা আয়োজন এবং করোনা পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রত্যাগমন প্রভৃতি বিষয়ে বৈঠকে আলোচনা হয়। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার শিগগিরই উন্মুক্তকরণের বিষয়ে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী তার সম্মতি ব্যক্ত করেন। কোভিড-১৯ পরিস্থিতি উন্নতি হলে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন