কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুনামগঞ্জে শিক্ষকের পিটুনিতে ক্ষতবিক্ষত শিক্ষার্থীর শরীর

সংবাদ তাহিরপুর প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ২০:২৭

মাদ্রাসার শিক্ষার্থীকে বেধড়ক মারপিটের অভিযোগে এক শিক্ষককে পুলিশ আটক করেছে। ওই শিক্ষকের নাম মনির হোসেন। তিনি সুনামগঞ্জের তাহিরপুরের রতনশ্রী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ওই শিক্ষককে আটক করা হয়।

স্থানীয় লোকজন ও আহত শিক্ষার্থীর অভিভাবকরা জানান, তাহিরপুর উপজেলা সদরের পাশের ভাটি তাহিরপুরের খায়রুল ইসলামের ছেলে শাহরিয়ার হোসেন (১৬) রতনশ্রী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। সে মাদ্রাসায় থেকেই পড়াশুনা করে। মঙ্গলবার শাহরিয়ার শিক্ষকের সঙ্গে বেয়াদবি করায় শিক্ষক তাকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছেন। তার হাত, পা ও পিঠের বিভিন্ন অংশে জখমের দাগ রয়েছে। শিক্ষকের মার খেয়ে মাদ্রসা থেকে পালিয়ে যায় ওই শিক্ষার্থী। পরে বাড়িতে গেলে অভিভাবকরাও মারতে পারেন এই ভয়ে বাড়িতেও যায়নি সে। পরে অভিভাবকরা খোঁজাখুঁজি করে শুক্রবার সকালে তাহিরপুর উপজেলা সদরে পায় তাকে। পরে ছেলেটি অভিভাবকদের ঘটনা জানায়। এসময় ছেলের শরীরে আঘাতের চিহৃ দেখে তার বাবা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও