‘লিভারপুলকে চ্যালেঞ্জ জানাতে পারে এভারটন’
কার্লো আনচেলত্তির হাত ধরে দারুণ গতিতে ছুটে চলেছে এভারটন। চার ম্যাচের সবকটি জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে শীর্ষে। মৌসুমের শুরুতে দারুণ কিছুর আভাস দেওয়া দলটিকে সমীহ করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। জার্মান এই কোচের মনে হচ্ছে, এবারের লিগে তার দলকে খুব ভালোভাবে চ্যালেঞ্জ জানাতে পারে এভারটন। গত ডিসেম্বরে দায়িত্ব নেওয়া আনচেলত্তির কোচিংয়ে এভারটনের পয়েন্ট চার ম্যাচে ১২। ক্লপের লিভারপুল চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
শনিবার লিগ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বিবিসি ফুটবল ফোকাসের সঙ্গে আলাপচারিতায় প্রতিপক্ষ এভারটনকে নিয়ে খোলাখুলি কথা বলেন ক্লপ।
“কার্লো আনচেলত্তিকে নিয়ে আমার ভাবনা কখনোই গোপন ছিল না। তাকে আমি অনেক সম্মান করি। সে দারুণ একজন মানুষ। এভারটনের সঙ্গে তার চুক্তির খবর শুনেই আমার মাথায় ভাবনা আসে, আরেক চ্যালেঞ্জার আসছে।”