You have reached your daily news limit

Please log in to continue


কার্তিকের পদত্যাগে অন্য দিকে আঙুল তুললেন গম্ভীর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ভক্তদের একপ্রকার চমকে দিয়েই শুক্রবার ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দিনেশ কার্তিক। দলের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইয়ন মরগ্যানের কাঁধে এই গুরুদায়িত্ব সঁপে দিয়ে তিনি বলছেন, এই মুহূর্তে ব্যাটিংয়ে আরো বেশি পরিমাণে জোর দিতে চান। তবে কার্তিক সরে দাঁড়ানোর পরপরই টুইটারে এক পোস্টের মাধ্যমে অন্যদিকে আঙুল তুলেছেন কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ জানিয়েছে, দিনেশ নিজেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। এর আগে গৌতম গম্ভীরকে সরিয়ে ২০১৮ সালে কার্তিকের হাতে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছিল। প্রথম সিজনেই দলকে প্লে-অফে নিয়ে এসেছিলেন তিনি। তবে ২০১৯ সাল থেকেই কলকাতার পারফরম্যান্স ক্রমশ নিম্নমুখী হয়েছে। সেবার লিগ পর্বেই ছিটকে যায় কলকাতা। চলতি মৌসুমে ৭ ম্যাচের চারটি জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কেকেআর। দলের এমন খারাপ পারফরম্যান্সে কাঠগোড়ায় তোলা হয় দিনেশ কার্তিককে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন