টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক রশিতে ঝুলে ছিল এক নারী ও পুরুষের লাশ। শুক্রবার সকালে উপজেলার রাজাফৈর পল্টনপাড়া গ্রামের একটি ঘর থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, প্রেমঘটিত কারণে একই রাশিতে ঝুলে তাঁরা আত্মহত্যা করেছেন। উদ্ধার হওয়া দুটি লাশের মধ্যে একটি কালিহাতী উপজেলার পল্টনপাড়া গ্রামের শাহজাহানের (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালিহাতী উপজেলার একটি গ্রামের এক ব্যক্তির স্ত্রীর (৩৯) সঙ্গে শাহজাহানের নৈতিক সম্পর্ক তৈরি হয়। এ নিয়ে উভয় পরিবারে সমস্যা চলছিল। কিছুদিন আগে ওই নারীর স্বামী বাড়ি থেকে চলে যান। শুক্রবার সকালে ওই নারীর ঘরে এক রশিতে ওই নারী ও শাহজাহানের ঝুলন্ত লাশ দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনালের হাসপাতালে পাঠায়।
কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, তাঁদের মধ্যে পরকীয়া ছিল। এ নিয়ে স্বজনেরা তাঁদের ভর্ৎসনা করতেন। এর জেরে তাঁরা একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.