চীনে নতুন করে ২৪ জন বিদেশি রোগী শনাক্ত

ডেইলি বাংলাদেশ চীন প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৪:৫৮

চীনের মূল ভূখণ্ডে নতুন করে ২৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার শনাক্ত হওয়া এসব রোগী বিদেশি বলে জানা গেছে। এ নিয়ে দেশটিতে মোট বিদেশি আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

দৈনিক ওই প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ১১ জন শাংহাইর, পাঁচজন ইনার মঙ্গোলিয়ায়, তিয়ানজিন, জিয়াংসু ও গুয়াংডং-এ দুইজন করে ৬ জন। ফুজিয়ান ও চংকিংয়ের একজন করে মোট দুইজন। স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বিদেশি রোগীদের মধ্যে ২ হাজার ৮৪৪ জনকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও