![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F10%2F16%2F2020-10-10t013740z_291630980_rc2dfj9dkepg_rtrmadp_3_newzealand-election.jpg%3Fitok%3DRrzZqAyO)
জেসিন্ডাকে ফের ক্ষমতায় দেখতে চান সিংহভাগ নিউজিল্যান্ডবাসী
নভেল করোনাভাইরাসজনিত মহামারি সফলভাবে মোকাবিলা করার সুফল পেতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। দেশটিতে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। জনমত জরিপ বলছে, জেসিন্ডা আরডার্নই দ্বিতীয় দফা নির্বাচিত হতে যাচ্ছেন।
সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে কিছুদিন আগে নতুন করে করোনার প্রকোপ দেখা দিলে জেসিন্ডা সরকার কিছুটা জনসমর্থন হারায়।