'ব্ল্যাক হোল' যে সত্যিই আছে তা কীভাবে প্রমাণিত হলো
                        
                            বিবিসি বাংলা (ইংল্যান্ড)
                        
                        
                        
                         প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ০৭:১২
                        
                    
                উনিশশ' চৌষট্টি সালের কথা। রজার পেনরোজ আর আইভর রবিনসন - দুই বন্ধু, দুই ইংরেজ বিজ্ঞানী - একজন পদার্থবিদ, আরেকজন মহাকাশবিজ্ঞানী।
সেপ্টেম্বর মাসের একদিন। রবিনসন তখন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাসে কাজ করতেন, সেখান থেকে ইংল্যান্ডে ফিরেছেন। তিনি রজার পেনরোজের সাথে দেখা করতে এলেন।
তাদের দু'জনের যখনই দেখা হতো তারা অনর্গল কথা বলতেন, বিষয়ের কোন অভাব হতো না।