কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টাকা না থাকায় প্রসূতির ঠাঁই হলো না হাসপাতালে

সমকাল নাগেশ্বরী প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ২২:০২

গভীর রাতে প্রসব ব্যথা নিয়ে একের পর এক সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে ছুটে বেড়ান কুড়িগ্রামের নাগেশ্বরীর এক প্রসূতি। টাকা দিতে না পারায় ঠাঁই হয়নি কোথাও। বাড়ি ফিরে তিনটি মেয়ে সন্তান জন্ম দেন তিনি।

স্বজনদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে নিয়ে গেলে কাছে আসেননি কেউ। উল্টো সেখানে রোগী নেওয়ায় ৫০ টাকা দিয়ে আসতে হয়েছে। পরে কয়েকটি বেসরকারি ক্লিনিকে যোগাযোগ করলে চিকিৎসক নেই জানিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

স্বজনরা জানান, উপজেলার ওয়াব্দাবাজার গাছপাড়ী এলাকার ভ্যানচালক আয়নাল হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী আর্জিনা বেগমের গত রোববার রাতে প্রসববেদনা ওঠে। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক 'ক্রিটিক্যিাল' বলে সদর হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালে ভর্তি করাতে ব্যর্থ হয়ে আর্জিনাকে তার বাবার বাড়ি নাগেশ্বরী পৌরসভার হাসেমবাজার তেলিটারীতে নেওয়া হয়। সেখানে সোমবার ভোরে তিনটি মেয়ে সন্তান জন্ম দেন তিনি। দুপুরে একটি নবজাতক মারা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও