তুরস্কের ড্রোনে আর্মেনিয়ার ১ বিলিয়ন ডলার সামরিক সরঞ্জামের ক্ষতি: আজেরি প্রেসিডেন্ট
নাগোর্নো-কারাবাখের দখলকে কেন্দ্র করে আজারবাইজানের সাথে হওয়া সংঘাতে আর্মেনিয়ার সেনাবাহিনীর অনেকে হতাহত হয়েছেন বলে স্বীকার করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ান। এদিকে দেশ দু'টির মধ্যে যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে তার দেশ তুরস্কের ড্রোন ব্যবহার করেছে। তুরস্কের ড্রোন ব্যবহারের ফলে তার দেশ কারাবাখে আর্মেনিয়ার সামরিক বাহিনীর অন্তত ১ বিলিয়ন ডলার মূল্যমানের সামরিক সরঞ্জামের ক্ষতি করতে পেরেছে।
তুরস্কের কতটি ড্রোন বাকুতে রয়েছে এমন প্রশ্নে আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ সংখ্যা বলার বিষয়টি অস্বীকার করে জানান, তার দেশে তুরস্কের যথেষ্ট পরিমাণ ড্রোন রয়েছে।