কুমিল্লায় শিশু শাহপরানের খুনের রহস্য উদঘাটন
কুমিল্লার লালমাই এলাকার শিশু শাহপরান (১৩) হত্যা মামলার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে হত্যায় জড়িত প্রধান আসামি নুর উদ্দিনসহ চারজনকে। ওই শিশু স্থানীয় বেতাগাঁও গ্রামের আবদুল মালেকের ছেলে। পুলিশের দাবি, জেলার লাকসাম থেকে বাগমারা সড়কের ১৩টি সিসি ক্যামেরার প্রায় চারশ ঘণ্টার ফুটেজ বিশ্লেষণ করে এ মামলার রহস্য বের করা হয়েছে। ব্যাটারি চালিত একটি অটোরিকশার জন্যই খুন হন ওই শিশু। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর আগে