![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffoot-20201015185753.jpg)
দলবদল শুরু ১ নভেম্বর, ফেডারেশন কাপ ১৯ ডিসেম্বর
নতুন ফুটবল মৌসুমের দলবদল শুরু হবে ১ নভেম্বর। শেষ হবে ১৫ ডিসেম্বর। খেলোয়াড় রেজিস্ট্রেশন শেষ হওয়ার চারদিন পর ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ।
বৃহস্পতিবার বাফুফের প্রফেশনাল লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ৩ অক্টোবর অনুষ্ঠিত ভোটে বাফুফের নির্বাহী কমিটি নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোনো স্ট্যান্ডিং কমিটি সভা করলো।
সভায় নতুন মৌসুমে ১ এশিয়ানসহ চারজন বিদেশি রেজিস্ট্রেশনের অনুমোদন দেয়া হয়েছে। চারজনই এক ম্যাচে খেলতে পারবেন। প্রিমিয়ার লিগ কয়টি ভেন্যুতে হবে, তা পরের সভায় সিদ্ধান্ত হবে। তার আগে ৬ ভেন্যু পরিদর্শন করা হবে। ভেন্যুগুলো হচ্ছে-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়া, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, নরসিংদী স্টেডিয়াম, গাজীপুর স্টেডিয়াম ও বিকেএসপি।