কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জলে জুতা খুঁজতে গিয়ে মারা গেলো ইন্টার্নি চিকিৎসক

আরটিভি মানিকগঞ্জ প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ১৭:৫১

জুতা খুঁজতে গিয়ে পানিতে তলিয়ে গেলো নুরুজ্জামান রিমন(২৩) নামের এক যুবক। গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের উপজেলার কলিয়া ইউনিয়নের সিলিমপুর গ্রামের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিমন ওই ইউনিয়নের পাছকলিয়া গ্রামের বিজিবি সুবেদার আব্দুর রহমানের ছেলে। তিনি মেডিকেল এসিস্টেন্ট হিসেবে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন।
দৌলতপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, রিমন তার বন্ধু ও সহপাঠী চুয়াডাঙ্গা জেলার একলাস হোসেনকে নিয়ে তাদের গ্রামে বেড়াতে আসে। সন্ধ্যার পরে সিলিমপুর ব্রিজে দাঁড়িয়ে গল্প করছিল। একপর্যায়ে রিমনের জুতা ব্রিজ থেকে পানিতে পড়ে যায়। পরে পানিতে নেমে জুতা উদ্ধার করতে গিয়ে সে ওই জলাশয়েই নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কয়েক ঘণ্টা চেষ্টার পর ২৫ ফিট পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও