মক্কা ও মদিনার মসজিদ জীবাণুমুক্তকরণে অত্যাধুনিক রোবট ব্যবহার
মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ জীবাণুমুক্ত করণে অত্যাধুনিক রোবটের সাহায্যে প্রতিদিন চার হাজার পাঁচশত লিটার সেনিটাইজার ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে জীবাণু মুক্তকরণে বাড়ানো হয় ব্যবহৃত রোবটের সংখ্যা।
পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের পরিবেশ সংরক্ষণ ও মহামারি নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক হাসান আল শুআইরি জানান, ‘পবিত্র দুই মসজিদ ও এর প্রাঙ্গণ জীবাণুমুক্তকরণে পরিচালনা পরিষদ সর্বাত্মকভাবে কাজ করছে।