![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fadmission-03-20201014202155.jpg)
‘অগ্নিকন্যা’ আশাকে নিয়ে গর্বিত বাবা-মা
রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী আন্দোলনে জ্বালাময়ী স্লোগান দেয়া ‘অগ্নিকন্যা’ খ্যাত সেই মেয়েটির নাম আসমানী আক্তার আশা। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে। ছোট বেলা থেকেই আসমানী আক্তার আশা প্রতিবাদী।
শিশু শ্রেণিতে থাকা অবস্থায় বাবার হাত ধরে ছয় বছর বয়সে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে যোগ দেন। বাবার কাছ থেকে শেখেন প্রতিবাদের ভাষা।