You have reached your daily news limit

Please log in to continue


আইসিসি চেয়ারম্যান পদে সৌরভের নাম আবার আলোচনায়

বিসিসিআই সভাপতি পদে বেশ প্রশংসা কুড়িয়েছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তাই কিছুদিন ধরে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভাপতি পদে সৌরভকে নিয়ে গুঞ্জন চলছে। আইসিসির চেয়ারম্যান পদ থেকে শশাঙ্ক মনোহর ইস্তফা দেওয়ার পর থেকেই এই আলোচনা শুরু হয়ে যায়। গত সোমবার আইসিসি এক বিবৃতি জানিয়েছে, পরবর্তী চেয়ারম্যান নির্বাচনে প্রার্থীদের নাম জমা দেওয়ার শেষ তারিখ ১৮ অক্টোবর। আইসিসির অডিট কমিটির স্বতন্ত্র এক চেয়ারম্যানই নির্বাচন সংক্রান্ত পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। অবশ্য কীভাবে হবে নির্বাচন হবে, সে বিষয়ে কিছুই স্পষ্ট করে জানায়নি আইসিসি। চলতি বছরের ডিসেম্বর থেকেই নতুন চেয়ারম্যান কাজ শুরু করবেন। তবে একজন প্রার্থীকে আইসিসির চেয়ারম্যান হতে হলে আইসিসির ১৭ জন বোর্ড সদস্যাদের দুই-তৃতীয়াংশ ভোট পেতে হবে। ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের খবরে জানা গেছে, নির্বাচন জিতলে নয়জনের ভোট পেলেই যথেষ্ট। আইসিসির নিয়ম অনুযায়ী নির্বাচনে অংশ নিতে হলে একজন প্রার্থীকে বর্তমান অথবা সাবেক আইসিসি পরিচালকের কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন