You have reached your daily news limit

Please log in to continue


‘মোহাম্মদ নাসিম ছিলেন রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র’

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ছিলেন রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তার দীপ্যমান আলোয় উদ্ভাসিত হয়েছে দেশ, সমাজ ও তরুণ প্রজন্ম। বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডা. মুরাদ হাসান বলেন, মোহাম্মদ নাসিম আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। জনদরদী এই মহান রাজনীতিবিদের দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সাংগঠনিক দক্ষতা তাকে রাজনীতিতে অনন্য আসন দিয়েছে। নাসিমের মৃত্যু দেশ, জাতি ও আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হওয়ার নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনসেবা, দেশ ও মানুষের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন