![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/10/14/og/183457_bangladesh_pratidin_qatar.png)
কাতারে বাংলাদেশি মালিকানাধীন মার্কেটের যাত্রা
২০২২ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কাতারে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হচ্ছে চোখে পড়ার মতো। তারই অংশ হিসেবে সম্প্রতি কাতারের মাইজারে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন সালাম হাইপার মার্কেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মার্কেটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নূর সালাম ফিলিপ্স, কাতারি স্পনসর হামাদ আল আতবী ও প্রধান অতিথি দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মাহবুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, ইঞ্জিনিয়ার আলিম উদ্দিন, জালাল আহমেদ সিআইপি, কাতার বাংলাদেশ চেম্বারের সভাপতি মোহাম্মদ ইসমাইল মিয়া, মো. মানিক হোসেন, নাজমুল হক, আলমগীর হোসেন আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. তুহিনুল হক ও বোরহান উদ্দিন মোল্লা।
কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ই এম আকাশ ও শিশু শিল্পী প্রিয়াঙ্কার মনোমুগ্ধকর উপস্থাপনায় প্রাণবন্ত ছিলো অনুষ্ঠানস্থল।