এখনও ফিরে আসার যুদ্ধে আছেন ফেলুদা
১২ ও ১৩ অক্টোবর -এই দুদিন ভীষণ দুশ্চিন্তায় ছিলেন সৌমিত্র ভক্তরা। সৌমিত্র চট্টোপাধ্যায় অর্থাৎ বাংলার ফেলুদা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যখন সঙ্কটে- তখন কী করে আর ভালো থাকতে পারে তার ভক্ত- দর্শক!
গুজবে বাতাস ভারী হয়, ফেলুদা কি তবে নেই? অবশেষে ১৩ অক্টোবর স্বস্তির আভাস দেন তার কন্যা পলৌমি বোস। নিজস্ব ফেইসবুক থেকে জানান, তার বাবা ঠিক আছেন।
তিনি আরও অনুরোধ করেন কোনো রকমের ভুল তথ্য দিয়ে তার শুভাকাঙ্খীদের বিভ্রান্ত না করতে।