![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F8e9905f4-9767-4943-9cf9-b624eee544a1%252Frape.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
মেয়ের ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে বাবার মানববন্ধন
বগুড়ার ধুনট উপজেলায় মেয়ের সংঘবদ্ধ ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে একাই মানববন্ধন করেছেন এক বাবা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধুনট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি এই প্রতিবাদ জানান। এ সময় তাঁর মুখে কালো কাপড় বাঁধা ছিল। হাতে ধরে রেখেছিলেন পোস্টার।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মানববন্ধন
- ফাঁসির দাবি