![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/10/13/og/180839_bangladesh_pratidin_Chapainawabganj-Press-Conferance-Pic-13_10.jpg)
চাঁপাইনবাবগঞ্জে হাট-বাজার ইজারাদারদের প্রণোদনার দাবি
চাঁপাইনবাবগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত হাট-বাজার ইজারাদাররা প্রণোদনা ও বিধি অনুযায়ী ইজারার আনুপাতিক মূল্য ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার স্থানীয় একটি রেঁস্তোরায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলার অন্যতম বৃহৎ সোনাইচন্ডী পশুহাটের ইজারাদার আবুল খায়ের সুমন।