নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ভারতীয় দুই হাজার ৫৮৯ পিস ওড়না, ২৬ পিস শাড়ি ও ২টি টায়ারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগদ ৩৬ হাজার টাকা এবং উদ্ধারকৃত ভারতীয় পণ্যসহ এ কাজে ব্যবহৃত পিকআপটিকে জব্দ দেখিয়ে সোমবার বিকেলে পাঁচজনকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ আইনে পুলিশ বাদি হয়ে কলমাকান্দা থানায় মামলা করেছে। পরে সন্ধ্যায় তাদের নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়,
নগদ অর্থ ও পিকআপসহ জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৬৯০ টাকা।গ্রেপ্তারদের মধ্যে শেরপুর জেলার সদর উপজেলার দুইজন। তারা হলেন- বলাইরচর গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে বিজিবির চাকরিচ্যুত সিপাহী মো. নুরুল ইসলাম (৩৫) ও নামা শেরীররচর গ্রামের মো. হানিফ উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৬)। অন্য দু’জন নেত্রকোনার কালমাকান্দা উপজেলার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.