কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একজন পর্যটকের জন্য মাচু পিচু খুলে দিলো পেরু

চ্যানেল আই পেরু প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ০৯:৪১

এই বিশ্ব ঐতিহ্য দেখার জন্যই সাত মাস ধরে অপেক্ষা করছিলেন তিনি। অবশেষে জাপানি ওই পর্যটকের জন্যই মাচু পিচুর ইনকা ধ্বংসাবশেষ খুলে দিলো পেরু। গত মার্চে জেসি তাকায়ামার মাচু পিচু সফরের কথা ছিলো কিন্তু করোনাভাইরাসের কারণে তখন সেটি বন্ধ হয়ে যায়। পেরুর সংস্কৃতিমন্ত্রী আলেজান্দ্রো নেইরা বলেন, বিশেষ অনুরোধ জানানোর পরে তাকায়ামাকে সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়।

বিজ্ঞাপন পেরুর পর্যটকদের শীর্ষ আকর্ষণের প্রাচীন ইনকা দুর্গ আগামী মাসে কম পর্যটকের জন্য আবার খোলা হবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও কোনও সঠিক তথ্য জানা যায়নি। অল্প কয়েক দিন পেরুতে কাটানোর পরিকল্পনা ছিলো তাকায়ামার। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে মার্চ মাসের মাঝামাঝি সময়ে মাচু পিচুর কাছে আগুয়াস ক্যালিয়েন্টেস শহরে আটকা পড়ে যান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও