![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fb6ffe66d-8e38-438a-887f-c3aa6b2ed374%252Fgreftar_01.png%3Frect%3D0%252C68%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
যশোর বিশ্ববিদ্যালয়: ফেসবুকে কটূক্তির অভিযোগে ছাত্রত্ব বাতিল, গ্রেপ্তার
ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত আইনে মামলা দায়ের এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ঘটনা তদন্তের জন্য চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।