![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcourt20-20201012194844.jpg)
ডিসেম্বরে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বহাল
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, তা পুনর্বিবেচনা করে অবকাশকালীন ছুটি বহাল রাখা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।