করোনার এই সময়েও চলতি বছরটা ভালোই কাটাচ্ছেন 'দ্য রক' খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন। মাসখানেক আগেই দুনিয়ার সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছিলেন তিনি। আর এবার ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করলেন হলিউডের তারকা এ অভিনেতা। এই রেকর্ডের মাধ্যমে তিনি নিজেকে নিয়ে গেলেন অন্যন উচ্চতায়। তিনি বর্তমানে আমেরিকার মধ্যে সর্বাধিক অনুসরণকারী ব্যক্তি।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আগে থেকেই বেশ সরব দ্য রক। প্রায়ই নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা করতে দেখা যায় তাকে। দিন কয়েক আগেই আসন্ন আমেরিকার জাতীয় নির্বাচনে জো বাইডেন এবং সিনেটর কমলা হ্যারিসকে প্রত্যক্ষভাবে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। ভিডিও বার্তাটি প্রকাশ পাওয়ার পর থেকেই সবার কাছে প্রশংসিত হন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.