করোনাভাইরাস: ৬ মাস থমকে যুদ্ধাপরাধের বিচার

বিডি নিউজ ২৪ আন্তর্জাতিক অপরাধ আদালত প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ১১:২৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাড়ে তিন বছর আগে বাগেরহাটের মোড়েলগঞ্জ-কচুয়া এলাকার খান আশরাফ আলীসহ ১৪ আসামির বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগে আনে প্রসিকিউশন।

এরপর বিভিন্ন বিচারিক প্রক্রিয়া শেষে বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। সর্বশেষ ১৯ মার্চ এই মামলার সাক্ষ্যগ্রহণ হয়। এরপর ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের কারণে অন্যান্য অফিসের পাশাপাশি আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরে এই মামলার বিচারিক কাজের আর কোনো অগ্রগতি হয়নি। ইতোমধ্যে কয়েকটি তারিখ ঘুরে এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ নভেম্বর সময় নির্ধারণ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও