কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকা, দিল্লী এয়ার বাবল চুক্তিতে ‘শিগগির’ চালু করতে চায় ফ্লাইট

সংবাদ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ১৯:০১

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বিশেষ ব্যাবস্থায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ লক্ষ্যে তিন মাসের জন্য ‘এয়ার ট্রাভেল বাবল’ চুক্তি করতে যাচ্ছে উভয় দেশ। ইতোমধ্যে এ চুক্তি সম্পাদনের বিষয়ে উভয় দেশ একে অন্যের প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছে। ফলে শিগগরিই দুই দেশের মধ্যে এ চুক্তি হতে পারে বলে ইউএনবি এক প্রতিবেদনে জানিয়েছে।

এখন দুই দেশ এই চুক্তির খুঁটিনাটি অর্থাৎ কতগুলো ফ্লাইট চলাচল করবে এবং অন্যান্য বিষয় চূড়ান্ত করছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। তবে কবে নাগাদ চুক্তি হতে পারে কিংবা ফ্লাইট চালু হতে পারে তা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এখনো নিশ্চিত করেনি। ‘এয়ার বাবল’ একধরণের দ্বিপাক্ষিক বিশেষ ব্যাবস্থা যার আওতায় দুইদেশ তাদের বিমান সংস্থাগুলোকে ফ্লাইট চলাচলের সুযোগ করে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও