কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিয়ানমারে নির্যাতনের প্রতিবাদে ঢাকায় রাখাইনদের মানববন্ধন

আরটিভি জাতীয় জাদুঘর প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ১৬:২৩

মিয়ানমারের আরাকানে রাখাইনদের ওপর দেশটির সেনাবাহিনী কর্তৃক মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হওয়ার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন করেছে রাখাইন কমিউনিটি অব বাংলাদেশ।
রোববার (১১ অক্টোবর) সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিভিন্ন জেলায় বসবাসকারী রাখাইন সম্প্রদায়ের জনগণ এই মানববন্ধনে অংশ নেন।
এ সময় সংগঠনের আহ্বায়ক ক্যাঞিং বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী সুকৌশলে এবং পরিকল্পিতভাবে বিভিন্ন গ্রামে ঢুকে নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন গুলিবর্ষণসহ বসতবাড়িতে অগ্নিসংযোগ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোনো আইনের তোয়াক্কা করছেন না তারা। সেখানে সেনাবাহিনীর তাণ্ডবে তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ছয় শতাধিক মানুষ। আড়াই লাখ মানুষ উদ্বাস্তু হয়েছেন।
রাখাইনের বর্তমান চিত্র নিয়ে বক্তারা বলেন, রাখাইনে এক বছরেরও বেশি সময় ধরে ইন্টারনেট সেবা বন্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ইন্টারনেট সেবা চালু রাখার নির্দেশনা দিলেও সেটি অমান্য করে চলেছে মিয়ানমার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও