![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fd20fd488-388e-4aa8-84be-011ace5f52c9%252Fsamsung.jpg%3Foverlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
নতুন চিপসেট আনছে স্যামসাং
শিগগিরই নতুন চিপসেট ‘এক্সিনোস ১০৮০’ উন্মুক্ত করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটির গবেষকেরা সম্প্রতি এ দাবি করেছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্প্যারোনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই নতুন প্রযুক্তি চিপসেট বাজারে ছাড়বে স্যামসাং।
চীনের স্যামসাং সেমিকন্ডাক্টর রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক প্যান শোয়েবাও স্যামসাং নতুন চিপসেটের কথা বলেছেন। গিজমোচায়নার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্যামসাং
- মোবাইল ফোন
- গবেষক
- শিগগিরই