রাজশাহী চারঘাটে একদিনের ব্যবধানে দুই ভ্যানচালক খুন
রাজশাহীর চারঘাটে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুইজন ভ্যানচালক খুন হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার সরদহ ইউনিয়নে বালিয়াডাঙ্গা এলাকায় দুবৃত্তের ছুরিকাঘাতে একজন ভ্যানচালক খুন হয়েছে। নিহত ওই ভ্যান চালক উপজেলার মেরামতপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে জালাল উদ্দীন (৬০)। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ভ্যানচালক জালাল উদ্দীন প্রতিদিনের মতো শুক্রবার বিকালে বাড়ি থেকে ভাড়ার উদ্দ্যেশ্যে ভ্যান নিয়ে বের হয়ে যান।
এরপর সন্ধ্যায় প্রায় ৭ টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের সরদহ-ঝিকরা রাস্তায় বালিয়াডাঙ্গা নামক স্থানে দুর্বৃত্তের ছুরিতে আহত হয়। আহত ব্যক্তির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যাকাণ্ড
- ভ্যানচালক নিহত