টর্নেডো সেঞ্চুরিতে বিপিএলের শেহজাদকে ছাড়িয়ে খুশদিলের রেকর্ড
বিপিএলের প্রথম আসরের প্রথম সেমি-ফাইনালে ঝড়ো এক সেঞ্চুরি করেছিলেন আহমেদ শেহজাদ। ৮ বছরের বেশি সময় ধরে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি ছিল সেটিই। এতদিন পর অবশেষে সেই রেকর্ড ভাঙলেন খুশদিল শাহ। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে শুক্রবার সাউদার্ন পাঞ্জাবের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করেছেন খুশদিল। বেশ অনেকটাই পেছনে ফেলেছেন তিনি শেহজাদকে। ২০১২ বিপিএলে বরিশাল বার্নার্সের হয়ের শেহজাদের সেঞ্চুরিটি ছিল ৪০ বলে।
খুশদিলের সেঞ্চুরির আরেকটি বিশেষ দিক, ইনিংসটি তিনি খেলেছেন ৫ নম্বরে নেমে। যখন উইকেটে গিয়েছিলেন তিনি, ২১৭ রান তাড়ায় তার দলের রান ছিল ৫ ওভারে ৩ উইকেটে ৩২। খানিক পর দলের রান হয়ে যায় ৪ উইকেটে ৪৩। সেখান থেকেই অসাধারণ ইনিংস খেলে খুশদিল জিতিয়েছেন দলকে। তার ইনিংসে চার ৮টি, ছক্কা ৯টি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.