প্রয়োজনে সংশোধনী দিতে সদস্যদের প্রতি বঙ্গবন্ধুর নির্দেশ
আওয়ামী লীগ পার্লামেন্টারি দলের নেতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদ সদস্যদের প্রতি খসড়া শাসনতন্ত্র সতর্কতার সঙ্গে পাঠ করার পরামর্শ দেন। গণপরিষদ অধিবেশনের আর দু-একদিন বাকি। বঙ্গবন্ধু সদস্যদের আশ্বাস দিয়ে বলেন, আরও উৎকর্ষ সাধন এবং জনগণের স্বার্থের প্রয়োজনবোধে শাসনতন্ত্রকে সংশোধনের সুযোগ তারা পাবেন। ১৯৭২ সালের ১০ অক্টোবর আওয়ামী লীগ সংসদীয় দলের দ্বিতীয় দিনের সভায় খসড়া শাসনতন্ত্রের পাঠ সমাপ্ত হয়। একশ ৫৩টি ধারা সম্বলিত খসড়া শাসনতন্ত্রের পাঠ শেষ হলে আইন ও পার্লামেন্টের বিষয়ক মন্ত্রী ড. কামাল হোসেন শাসনতন্ত্রের গুরুত্বপূর্ণ ধারাগুলো ব্যাখ্যা করেন। বক্তৃতার পর ১৭ অক্টোবর পর্যন্ত সংসদ মুলতবি রাখা হয়। ১৭ অক্টোবর সকাল ৯টায় কারিগরি মিলনায়তনে আবার সংসদীয় দলের বৈঠক বসবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.