সরকার ধর্ষণের বিচার করবে না, কারণ ওরা নিজেরাই ধর্ষক : মান্না
ধর্ষণ প্রতিরোধে সরকারের সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা বলে সরকার নাকি ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স। আসলে এই সরকার ধর্ষণের বিচার করবে না, কারণ ওরা নিজেরাই ধর্ষক।
শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘আজ সারাদেশ উত্তাল। বাংলাদেশে এখন যে পরিস্থিতি যে অবস্থা বিরাজ করছে তা পাকিস্তান আমলেও ছিল না। প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে অথচ সরকারের দুই চামচা মন্ত্রী বলছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। সরকার নাকি জিরো টলারেন্সে আছে। খোদ শুক্রবার (৯ অক্টোবর) ১৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে এরমধ্যে চৌদ্দটি হচ্ছে শিশু নির্যাতনের। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, আপনার জিরো টলারেন্স এখন কোথায়? আজ টেলিভিশনে দেখলাম, ধর্ষণের অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছেন। তাহলে আপনার টলারেন্স কোথায়?’
তিনি বলেন, ‘এমসি কলেজে ধর্ষণের খবর পাওয়ার পর অনুমতির জন্য অপেক্ষা করেছিল পুলিশ। যতক্ষণ পুলিশ অপেক্ষায় ছিল ততক্ষণ এমসি কলেজের ভেতরে ধর্ষণ চলছিল।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.