ধর্ষণের বিচার দাবিতে ৬ কিমি খালি পায়ে হাঁটলেন রাবি শিক্ষক-শিক্ষার্থীরা
নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারা দেশে ধর্ষণ, নির্যাতনের বিচারের দাবিতে খালি পায়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার খালি পায়ে হেঁটে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।
এই পদযাত্রায় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ খান ও আররি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদসহ কয়েক শিক্ষার্থী অংশ নেন।