![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F10%2F09%2F121065800_2760532197569497_2107009668911865207_n.jpg%3Fitok%3DBMisPvpF)
সাতক্ষীরায় ইয়াবাসহ ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা গ্রেপ্তার
ছাত্রলীগ ও ছাত্রদলের দুই নেতাকে ২৫৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া মাছের ঘের থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন সাতক্ষীরা সিটি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন ও ইউনিয়ন ছাত্রদল নেতা আবির হোসেন রিপন।
তাঁরা দুজনই লোহাকুড়া গ্রামের বাসিন্দা। র্যাব-৬-এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মো. বজলুর রশীদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে তাদের ২৫৪ পিস ইয়াবাসহ লোহাকুড়া গ্রামের একটি ঘের থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়।