![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Flash-20201009164353.jpg)
প্রেমিকার বিয়ের খবরে আত্মহত্যা করলেন প্রেমিক
মানিকগঞ্জে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার খবরে সাব্বির হোসেন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের সলন্ডী গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত সাব্বির হেসেন ওই গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন জানান, সাব্বিরের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায়। এ খবর শুনে দুপুরে বাড়িতে এসে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সাব্বির।
পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি থানায় জানানো হয়েছে বলেও তিনি জানান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আত্মহত্যা
- বিয়ে
- প্রেমিকার প্রতারণা