জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট- সিজন টু’ শেষ হচ্ছে শুক্রবার। ৭১ পর্বে এ নাটকটি শেষ হলেও শনিবার থেকে ‘সিজন ৩’ শুরু হবে।
চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন নির্মাতা অমি। তিনি বলেন, শনিবার থেকে ‘ব্যাচেলর পয়েন্ট- সিজন ৩’ প্রচার শুরু হবে। বরাবরের মতো বৃহস্পতিবার থেকে শনিবার, এই তিনদিন সন্ধ্যা ৭টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে সিজন থ্রি প্রচার হবে। ব্যাচেলর পয়েন্টের প্রথম সিজনে ছিল রাজধানী শহরে পড়তে এসে কয়েকজন তরুণের একসঙ্গে মিল হয়ে নতুন বাসায় ওঠার গল্প। ‘সিজন ২’ এ ছিলো তাদের ক্যাম্পাস জীবন এবং নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বন্ধুত্ব দৃঢ় হওয়ার গল্প।
সিজন-৩ নিয়ে অমি বলেন, নতুন সিজনে এবার তারা একেকজন একেক দিকে চলে যাবে। কেউ কেউ কর্মক্ষেত্রে প্রবেশ করবে৷ নতুন কিছু চরিত্র যোগ হবে। ককটেল বাবু নামে খুব মজার এক চরিত্রে দেখা যাবে সুমন পাটোয়ারী ভাইকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.