শুক্রবার শিখর থেকে ₹৬,০০০ দাম কম সোনার; ছুটছে রুপো
বিশ্ব বাজারে বৃদ্ধির হাত ধরে শুক্রবার ভারতে সোনা এবং রুপোর দাম বাড়ল। এদিন সকালে মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে সোনার ডিসেম্বরের ফিউচার প্রাইস ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে এর ১০ গ্রামের মূল্য দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৮৪ টাকা।
তবে রুপোর ক্ষেত্রে বৃদ্ধির হার আকাশ ছোঁয়া। রুপোলি ধাতুর ফিউচার প্রাইস এক ধাক্কায় ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতি কিলো এই ধাতুর দাম দাঁড়িয়েছে ৬১ হাজার ৬০৫ টাকা। চূড়ান্ত অস্থিরতার মধ্যেই গতকাল বাজার বন্ধ হওয়ার সময় প্রতি ১০ গ্রাম সোনার ফিউচার মূল্য মাত্র ১৪২ টাকা বেড়েছিল। অন্যদিকে, ০.১৭ শতাংশ মৃল্য বাড়ে রুপোর।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অস্থিরতা
- রুপা
- সোনার দাম বৃদ্ধি