তাইওয়ান প্রণালিতে কানাডা-অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজে ক্ষুব্ধ চীন

প্রথম আলো প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৮

কানাডা ও অস্ট্রেলিয়ার দুটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালির স্পর্শকাতর জলসীমা অতিক্রমের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। গত শনিবার দেশটির সামরিক বাহিনী বলছে, তারা এ ঘটনাকে ‘সমস্যা সৃষ্টির চেষ্টা ও উসকানি’ হিসেবে দেখছে।


চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, কানাডার যুদ্ধজাহাজ ভিল দ্য কুবেক এবং অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত-ক্ষেপণাস্ত্র (গাইডেড-মিসাইল) ধ্বংসকারী যুদ্ধজাহাজ ব্রিসবেন তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। এ সময় চীনের সেনারা যুদ্ধজাহাজ দুটিকে অনুসরণ ও সতর্ক করেছে।


পিএলএর ইস্টার্ন থিয়েটার কমান্ডের বিবৃতিতে বলা হয়, কানাডা ও অস্ট্রেলিয়ার এ ধরনের কর্মকাণ্ড ভুল বার্তা দিচ্ছে এবং নিরাপত্তাঝুঁকি বাড়াচ্ছে।


অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার জানান, রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির এইচএমএএস ব্রিসবেন ৬ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে তাইওয়ান প্রণালি পাড়ি দিয়েছে। নিয়মিত নৌ চলাচলের অংশ হিসেবে আন্তর্জাতিক আইন মেনেই তা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও