বেঙ্গালুরুতে আইএসের মডিউল ফাঁস, এনআইএর হাতে ধৃত ২
বেঙ্গালুরুতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বড়সড় চক্র ফাঁস করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বুধবার ওই চক্রের দুই চাঁইকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। তদন্তকারীদের মতে, ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে আইএসে যোগ দিতে বেঙ্গালুরু থেকে ইরাক এবং সিরিয়া রওনা দিয়েছিল ১৩ থেকে ১৪ জনের একটি দল, যা এখনও পর্যন্ত সারা দেশে দ্বিতীয় বৃহত্তম। তার পিছনে ধৃত দু’জনের হাত রয়েছে বলেই মনে করছেন গোয়েন্দারা।
বছর চল্লিশের আহমেদ আবদুল কাদের একটি ব্যাঙ্কের বিজনেস অ্যানালিস্ট। অন্য জন ইরফান নাসির পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন। তাদের দু’জনকেই গতকাল গ্রেফতার করে এনআইএ। দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ, বেঙ্গালুরুতে ১৩ থেকে ১৪ জনের একটি জঙ্গি সংগঠন গড়ে তুলেছিল তারা। এনআইএ সূত্রে খবর, ওই দুই যুবক এবং তাদের আরও কয়েক জন সহযোগী হিজবুত তাহরির (এইচইউটি) নামে একটি আন্তর্জাতিক মৌলবাদী সংগঠনের সদস্য হিসাবে কাজ করত। পরে তারা ‘কোরান সার্কল’ নামে একটি গোষ্ঠীও গড়ে তোলে। ওই সব কার্যকলাপকে সামনে রেখে ধৃতরা তরুণদের মগজধোলাই করত। আইএসের মতো জঙ্গি সংগঠনে লোক টানার কাজ করত তারা। এমনকি ওই দু’জন অন্তত ৫ জনকে ইরাক এবং সিরিয়ায় পাঠানোর টাকাও জোগাড় করেছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।