তাঁদের ফিরতে পারার আনন্দ

প্রথম আলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ২০:৩২

প্রায় সারা বছরই বাফুফে ভবনে অনুষ্ঠিত হয় নারী জাতীয় ফুটবল দলের ক্যাম্প। ভবনের চার তলায় থাকেন আর দুই বেলা অনুশীলন করেন ভবন সংলগ্ন অ্যাস্ট্রো টার্ফে। অনূর্ধ্ব-১৫ থেকে মূল জাতীয় দলের খেলোয়াড়দের জন্য দৃশ্যটা একেবারেই পরিচিত। প্রথমে মেয়েদের লিগ ও পরবর্তীতে করোনার কারণে এত দিন বন্ধ ছিল বাফুফে ভবনের ক্যাম্প। আজ থেকে সেখানে আবার দেখা গেল উৎসব মুখর পরিবেশ। শনিবার থেকে শুরু হবে অনুশীলন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে দলে দলে মেয়েরা বাফুফে ভবনে প্রবেশ করছেন, আর জ্বলে উঠছে ক্যামেরার ফ্লাশ। অনেক দিন পরে ক্যাম্পে ফিরে আসতে পারায় মেয়েদের চোখে-মুখে খেলা করছিল আনন্দের ঝিলিক। আগামী বছরের মার্চে এএফসি অনূর্ধ্ব-১৭ ও এপ্রিলে অনূর্ধ্ব-২০ বাছাইপর্বের জন্য ক্যাম্পে উঠেছেন মোট ৩৩ জন ফুটবলার। অনূর্ধ্ব-১৭ এর জন্য ১৫ জন ও ২০ এর জন্য ডাকা হয়েছে ১৮ খেলোয়াড়কে। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দলে ২৩ জন খেলোয়াড় রাখা হলেও করোনার স্বাস্থ্যবিধি মেনে কম খেলোয়াড় নিয়ে শুরু করা হয়েছে ক্যাম্প। ধাপে ধাপে বাড়ানো হবে খেলোয়াড়ের সংখ্যা। মাঝে মাঝেই মেয়েদের করানো হবে করোনা পরীক্ষা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও