![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/10/08/c4561f4c350841fe3c168609a56bf805-5f7f03a0c5d26.jpg?jadewits_media_id=692640)
নদী থেকে ১৪ কোটি টাকার পলি তোলা হবে
নাব্য সংকট নিরসনে বরিশাল-ঢাকা নৌপথসহ বরিশাল বিভাগের বিভিন্ন নদীর একাধিক পয়েন্টে আগামী মঙ্গলবার থেকে ড্রেজিং শুরু হচ্ছে। এজন্য বরাদ্দ হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টায় বরিশাল নদী বন্দরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নাব্যতা বৃদ্ধি
- নাব্যতা সংকট