কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনা নাগরিক হত্যার দ্রুত বিচার করবে সরকার: পাণিসম্পদ মন্ত্রী

সমকাল পিরোজপুর সার্কিট হাউজ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ১৭:০২

পিরোজপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক প্যান ইয়ানজান লাওফাং হত্যার ঘটনায় সরকার দ্রুত বিচারের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন মৎস্য ও পাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সার্কিট হাউজে প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, 'আমাদের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার চীন। তাই চীনের নাগরিক হত্যার দ্রুত বিচারের ব্যবস্থা করবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অপরাধীদের অভয়ারণ্য হতে দেবেন না। তিনি প্রমাণ করে দিয়েছেন অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।'

শ ম রেজাউল করিম আরও বলেন, 'চীন আমাদের দেশের ব্যাপক উন্নয়নে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। চীন আমাদের বন্ধুদেশ। এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটি ছিনতাইয়ের ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের সম্মুখীন করতে জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সব বিভাগ যথেষ্ট তৎপর রয়েছে। ইতিমধ্যেই সিরাজ ও রানা নামের সন্দেহভাজন দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও